একদিনে দু-দুবার চিতাবাঘের হানা, চরম আতঙ্কিত চা বাগানের মানুষজন
নিজস্ব সংবাদদাতা : সকাল-সন্ধ্যায় এক দিনে দুই বার চিতাবাঘের হামলার ঘটনা ঘটল নাগরাকাটার কলাবাড়ি চা বাগানে। ঘটনার দিন সকালে চিতাবাঘের হানায় জখম হয়েছিলেন ঝালো ওরাওঁ (৫৫) নামে এক শ্রমিক। এদিনই সন্ধ্যা সন্ধ্যায় চিতাবাঘের হানায় জখম হন লব ওরাওঁ (২৪) নামে অপর এক চা শ্রমিক। ওই তরুণের সঙ্গে বুনোটির রীতিমত খন্ডযুদ্ধ চলে। কোনও ভাবে প্রাণে বেঁচে ফেরেন লব।
প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮ টায়। দ্বিতীয়টি সন্ধ্যা ৬ টা নাগাদ। বাগানের ১০ নম্বর সেকশনেই দুটি হামলা হয়। ফলে একই চিতাবাঘের কাণ্ড বলে অনুমান করা হচ্ছে। এই নিয়ে গত ৩ মাসে কলাবাড়িতে চিতাবাঘের হামলায় জখমের সংখ্যা দাঁড়াল ৬ এ। বারবার এমন ঘটনা ঘটে চলায় সন্ধ্যায় বনকর্মীরা সেখানে গেলে তাঁদের ঘিরে তুমুল ক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় শ্রমিকরা। তাঁরা দ্রুত পদক্ষেপ এর দাবিতে সরব হন। বন দপ্তরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, দূর্ভাগ্যজনক ঘটনা। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার আমরাই বহন করছি। চিতাবাঘের উপদ্রব রোধে সবরকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় সূত্রের খবর, লোকনাথ লাইনের বাগানের রাস্তা দিয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরছিলেন লব ওরাওঁ। সেসময় ওই ১০ নম্বর সেকশন লাগোয়া স্থানে অতর্কিতে চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। গোটা শরীরে বুনোটি থাবা বসিয়ে দেয়। বেশ কিছুক্ষণ ধরে চিতাবাঘের সঙ্গে তরুণের লড়াই চলে। পরে চিতাবাঘের কবল থেকে রক্ষা পেয়ে নিজেই ক্ষতবিক্ষত অবস্থায় দৌঁড়ে বাগানের হাসপাতালে আসেন। গোবিন ছেত্রী নামে এলাকার এক সমাজসেবী বলেন, ‘হাড়হিম করা ঘটনা। গোটা বাগান আতঙ্কে রয়েছে। বন দপ্তরকে বলা হয়েছে দ্রুত কার্যকরী পদক্ষেপ করতে। নয়ত জনরোষ তৈরি হবে।