একাধিক দাবিতে চা পর্ষদের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন চা শ্রমিকরা
নিজস্ব সংবাদদাতা : একাধিক দাবি নিয়ে চা পর্ষদের সামনে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকেরা। শ্রমিকেরা এদিন জানান তাদের নানাভাবে আশ্বাস দেখিয়ে দিনের পর দিন মুনাফা লুটে চলেছে রাজনৈতিক দলগুলি। সেখানে চা পর্ষদ মুখে কুলুপ দিয়ে বসে আছে। চা শ্রমিকেরা আরো জানায় দিনের পর দিন অর্ধাহারে দিন কাটিয়ে চলেছেন তারা, তাদের ভবিষ্যৎ এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারের দিকে। সবকিছু জেনে এবং বুঝেও কোন রকমের পদক্ষেপ নেয়নি চা পর্ষদ। এদিকে সরকারের সাথে চা পর্ষদের যে আলোচনা হয়েছে সেখানে চা শ্রমিকদের কোন ধরনের উন্নতির লক্ষণ দেখতে পাওয়া যায়নি। এমন অবস্থা তাদের পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এদিন তারা চা পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান। তারা আরো জানায় ভবিষ্যতে যদি এই ভাবেই চলতে থাকে তারা তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন।
