এন জে পী তে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : একজন অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এনজিপি স্টেশনে । জানা গেছে ওই মহিলা এনজিপি স্টেশনের ওয়েটিং রুমে এসে চরম অসুস্থ হয়ে পড়েন। তার সাথে কেউ ছিলেন না, অসুস্থ হয়ে তাকে পড়তে দেখে আশেপাশে বিশ্রামরত যাত্রীরা প্রথমে জিআরপি কে খবর দেয়, জিআরপি ডাক্তার নিয়ে আসে। ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এদিন তার বাড়ি কোথায় জানতে পারে নি। শিলিগুড়ির বাইরের বাসিন্দা, এটুকুই এদিন জানতে পারে পুলিশ। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । এদিকে সকালবেলা এই ঘটনা ঘটে যাওয়ায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যাত্রীদের মধ্যে অনেকেই এদিন জানান স্টেশনে ডাক্তার কেন থাকবে না ? অসুস্থ যে কেউ হতেই পারে, এবং তার পরিষেবা দেওয়া রেলের দায়িত্ব এবং কর্তব্য।

এইভাবে একজন যাত্রীর অসুস্থ হয়ে পড়া এবং চলে যাওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। যাত্রীদের বিক্ষোভের কারণে এদিন কিছুক্ষণ অচল হয়ে পড়ে স্টেশন চত্বর , অনেক যাত্রী ট্রেন থেকে নেমে গোটা ঘটনাটি শুনে সহমত প্রকাশ করেন। এমনকি দূরপাল্লার যাত্রীরাও একই কথা জানান। অনেকেই জানিয়েছেন এই ধরনের ঘটনা শুধু একবার না বারে বারে ঘটে চলেছে, অথচ রেলের পক্ষ থেকে কোন দায়িত্ব নেওয়া হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *