এনজিপির উপর চাপ কমাতে নতুন রেলপথ তৈরির চিন্তাভাবনা করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল
নিজস্ব সংবাদদাতা : এবার ট্রেনের চাকা গড়াবে ঘোষপুকুর, বিধাননগর ও সোনাপুর দিয়ে। সমীক্ষা শেষে রেল বোর্ডের অনুমোদন মেলায় নতুন বছরেই রেললাইন পাতার কাজ শুরু করতে চলেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। মূলত নিউ জলপাইগুড়ি-রাঙ্গাপানির ওপর চাপ কমাতে, বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে অতিরিক্ত ট্রেনের সংযোগ ঘটাতে রেল এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্য তো বটেই, ভিনরাজ্যেও দ্রুত এবং স্বল্প খরচে কৃষিজ পণ্য পাঠানো যাবে, মনে করছেন স্থানীয়রা। নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে এলাকাগুলির উন্নয়নের পাশাপাশি চিকেন নেকের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে বলে মনে করছেন রেলকর্তারা।
নিউ জলপাইগুড়ি (এনজেপি) জংশনকে বিশ্বমানের গড়ে তোলা হচ্ছে। আগামী বছরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা রেখেছে রেল। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগে বাড়তি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। অর্থাৎ এনজেপির ওপর যেমন চাপ বাড়বে, তেমনই ব্যস্ত থাকবে রাঙ্গাপানি রুট। অন্যদিকে, বাগডোগরা বিমানবন্দরেরও সম্প্রসারণ শুরু হয়েছে। দু’বছরের মধ্যে কাজ শেষ করে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলির সঙ্গে আকাশপথে বাগডোগরার যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে বিমান চলাচলমন্ত্রকের। এমন পরিস্থিতিতে এনজেপি’র ওপর চাপ কমানো এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন রেলপথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল।