ফাটল ধরল হরিয়ানা বিজেপিতে , কংগ্রেসে যোগ দিচ্ছেন একাধিক প্রাক্তন বিধায়ক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফাটল ধরল হরিয়ানা বিজেপিতে ৷ দল ছাড়ার কথা ঘোষণা করলেন একাধিক প্রাক্তন বিধায়ক৷ এঁরা সবাই যোগ দেবেন কংগ্রেসে৷ এমনকি একদম চূড়ান্ত দলবদলের কথাবার্তাও ৷ সোমবার দুপুর তিনটে নাগাদ যোগদান পর্ব হবে কংগ্রেসের সদর দফতরে ৷ প্রাক্তন বিধায়করা কংগ্রেসে যোগ দিতে চলেছেন হরিয়ানার আরেক দল আইএনএলডি (ইন্ডিয়ান লোক দল) ছেড়েও ৷

শিবির বদলানো নেতারা হলেন, নরেশ সেলওয়াল, রাকেশ কাম্বোজ, রামনিবাস ঘোরেলা, শারদা রাঠোর, বেদ নারাঙ্গ, জিলা রাম শর্মা এবং রামভগত শর্মা৷কংগ্রেসের সংগঠন শক্তপোক্ত হাতে গোণা যে রাজ্যগুলিতে তার একটি হরিয়ানা৷তাদের আসন সংখ্যা অনেকটাই বাড়ে ১৯-এর বিধানসভা ভোটের নিরিখে৷ আসন সংখ্যার নিরিখে বিজেপির পর দ্বিতীয় বৃহত্তম দল হয় কংগ্রেস৷ কিন্তু বিজেপি সরকার গড়ে জননায়ক জনতা পার্টির সঙ্গে জোট গড়ে ৷ পরবর্তী বিধানসভা ভোটের এখনও দেরি৷ কিন্তু রাজ্যে বিজেপির জনভিত্তি অনেকটাই কমেছে কৃষক আন্দোলনের পর থেকে৷ আর কংগ্রেস তারই ফায়দা তুলছে ময়দানে নেমে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *