এবার থেকে ২৩ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে
বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান শুরু হবে ২৬ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকেই। যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অন্তর্ভুক্ত করা যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগেসুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন শুরু করে নরেন্দ্র মোদি সরকার।
কেন্দ্র পরিকল্পনা তৈরি করেছে সারা দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে যুক্ত সাইটগুলিকে প্রচার করার৷ গত বছর, অক্টোবরে, সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট করেছিল যে, পর্যটন মন্ত্রক কিউরেটেড ট্যুরের পরিকল্পনা করছে ২১ অক্টোবর, ১৯৪৩-এ আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকী ও নেতাজি কর্তৃক ঘোষিত সরকার গঠনের বার্ষিকী উদযাপনের জন্য।
প্রসঙ্গত, পরাক্রম দিবস নাকি দেশনায়ক দিবস! নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ঠিক কোন নামে হবে, তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল এর আগে। নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস নামে পালন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। উল্টোদিকে নেতাজির জন্মজয়ন্তীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশনায়ক দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার।