এবার পুজোয় পর্যটকদের জন্য নতুন আকর্ষন হতে চলেছে টয় ট্রেন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এবার পুজোয় দার্জিলিং হিমালয় রেলওয়ে এক নতুন উপহার দিচ্ছে পর্যটকদের জন্য। রেলওয়ে সূত্রে খবর মূলত তিন ধরনের ট্রেন দিয়ে শুরু হবে এই পরিষেবা, এক নম্বর চা ট্রেন, দুই নম্বর স্টিম ইঞ্জিন এবং তিন নম্বর কার্শিয়াং রেলওয়ে স্পেশাল সার্ভিস। এই তিন ভাবে ট্রেন চালু হবে, খুব সম্ভবত পুজোর আগেই। শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত চলবে, আবার দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত চলবে, এবং কার্শিয়াং মহানদী স্পেশাল সার্ভিস শুরু হবে। এবার পুজোয় দার্জিলিং কে চমকে দেওয়া হবে, চমকে যাবেন পর্যটক এ রাও, জানিয়েছেন দার্জিলিং পর্যটক দপ্তরের আধিকারিক সৌমেন রায়।

তিনি আরো জানান আর একমাস বাকি পুজোর, এখন থেকেই পর্যটকেরা বুকিং করতে শুরু করে দিয়েছেন, শুরু করে দিয়েছেন বললে ভুল কথা হবে বুকিং করে ফেলেছেন, পুজোর আগে এবং পরে। এই সময় শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও আসেন মানুষ মানে পর্যটকেরা। বিশেষ করে বলতে পারা যায় প্রচন্ড আকর্ষণ টয় ট্রেনের প্রতি। সব দিকে দেখেই আমরা ঠিক করে ফেলেছি এবার নতুন ভাবে পর্যটক দের আকর্ষণ করতে হবে। তাই আমাদের এই পথ পরিকল্পনা। জানালেন তিনি, পুজোর আগে গোটা শৈল শহর জুড়ে টয় ট্রেনের দাপট নিঃসন্দেহে একটা আলাদা অনুভূতি হয়ে থাকবে পর্যটকদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *