এবার রাজগঞ্জ বিডিও অফিসের পার্শ্ববর্তী ঝোপঝাড় থেকে উদ্ধার হল ভোটার কার্ড, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জে
নিজস্ব সংবাদদাতা : আধারের পরে এবার ভোটার কার্ড, এবার তা পাওয়া গেল রাজগঞ্জের বিডিও অফিসের বাইরে থেকে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ জানিয়েছেন, কিভাবে এতদিন পর এই ভোটার কার্ডগুলি বাইরে বেরিয়ে আসলো ? তাও আবার এস আই আর চালু হওয়ার দুদিনের মধ্যেই। এদিকে সাধারণ মানুষজন আরো জানিয়েছেন দিনের পর দিন এইভাবে কাজ হয়ে আসছে, অথচ যারা ন্যায্য তারা কোন সুযোগ-সুবিধা পান না। যেই এস আই আর শুরু হয়ে গেল অমনি ভোটার কার্ড আধার কার্ড রাস্তায় পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো কাদের? যাদের এই ভোটার কার্ড তারা তো নিশ্চয়ই আর এখানে নেই। এদিকে ভোটার কার্ডগুলো পাওয়ার পরে খবর দেওয়া হয় পুলিশকে , পুলিশ এসে সমস্ত কার্ড বাজেয়াপ্ত করে। আর কোথাও ভোটার কার্ড এবং আধার কার্ড পাওয়া যাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখে পুলিশ।


