এবার শিশুরা আক্রান্ত হচ্ছে টমেটো ফ্লু’তে, সংক্রামিত প্রায় ১০০ কাছাকাছি ! জেনে নিন উপসর্গ
বেস্ট কলকাতা নিউজ : এবার কেরলে খোঁজ মিলল নতুন এক বিরল প্রজাতির ভাইরাসের। টমেটো ফ্লু দেখা গিয়েছে এই রাজ্যের মূলত বেশ কয়েকটি অংশে। এই বিরল ভাইরাসে এখনো পর্যন্ত সংক্রামিত করেছে ৮০ জনের বেশি শিশুকে। তাঁদের প্রত্যেকের বয়স ৫ বছরের নিচে। তবে আশংকা করা হচ্ছে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ।
উৎসর্গ কী টাইপের হয়ে থাকে
টমেটো ফ্লু’র কারণে লাল ফুসকুড়ি, জ্বালা হয় ত্বকে। এছাড়াও জলশূণ্যতা সৃষ্টি করে শরীরে । টমেটোর মতো দেখতে ফোস্কা থেকে এইরকম নাম হয়েছে সেই কারনে । এছাড়াও অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে তীব্র জ্বর, গায়ে ব্যাথা ও ক্লান্তি।এই রোগটি ভাইরাল জ্বর না চিকুনগুনিয়া বা ডেঙ্গুর পরবর্তী প্রভাব কিনা সেই বিষয়ে বিতর্ক রয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা সতর্ক করে জানিয়েছেন ভাইরাসটি আরও ছড়িয়ে পড়তে পারে ,প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে কোনও পদক্ষেপ না করলে । এদিকে তামিলনাড়ু সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে প্রতিবেশি রাজ্য কেরলে টমেটো ফ্লু’র সংক্রামণ দেখা দিতেই। একটি মেডিকেল দল টেস্ট করছে জ্বর, ফুসকুড়ি এবং অন্যান্য উপসর্গ নিয়ে কোয়েম্বাটোরে আসা জনগণকে ।