এলাকায় চলছে বেআইনি বালি খাদান ? নবান্নের হোয়াটসঅ্যাপ, ই-মেলে পাঠান আপনার অভিযোগ
বেস্ট কলকাতা নিউজ : নবান্ন এর আগেও একাধিকবার নির্দেশিকা দিয়েছিল বেআইনি বালি খাদান রুখতে। কিন্তু কিছুতেই যেন কাজ হয়নি। সাময়িক ভাবে থামলেও বালি তোলা ফের শুরু হয়। এবার অভিযোগ পেতে নবান্ন চালু করল হোয়াটসঅ্যাপ ও ই-মেল। যে হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ নথিবদ্ধ করা যাবে সেটি হল ৯০০৭৯২২১৬৩। পাঠানো যাবে ইমেলও। এছাড়াও নবান্নের তরফে দেওয়া হয়েছে কন্ট্রোল রুমে দুটি হেল্পলাইন নম্বরও। সেদুটি হল ০৩৩ ২৩৫৯০০৭৮ এবং ০৩৩ ২৩৫৯০০৭৯। মুখ্যসচিব কয়েকদিন আগেই জেলাগুলির উদ্দেশে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে বেআইনি বালি খাদান বন্ধ করতে হবে কোনও কিছু না দেখে। তা ছাড়া রাজ্য সরকার ইতিমধ্যেই নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ভাবে জেলায় জেলায় বালি খাদানগুলির নিলাম হবে। এ ব্যাপারে আর কোনও ভূমিকা থাকবে না জেলাশাসকদের। কিন্তু বালি খাদানে বেআইনি ভাবে বালি তোলা বন্ধ হয়নি এত কিছুর পরেও।
তাই এবার নবান্ন হোয়াটসঅ্যাপ ও ইমেল চালু করল সরাসরি নাগরিকদের থেকে অভিযোগ পাওয়ার জন্য । যদিও অনেকের মতে, সন্দেহ রয়েছে এসব ক্ষেত্রে নাগরিকরা কতটা উত্সাহ দেখাবেন তা নিয়ে। কারণ, অনেক জায়গাতেই সাধারণ মানুষ তটস্থ হয়ে থাকেন বালি মাফিয়াদের ভয়ে। এর আগেও জেলা প্রশাসন হঠাত্ অভিযান চালিয়েছিল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, কেশিয়াড়ি, হুগলির বিভিন্ন জায়গায়। কিন্তু তারপর দেখা গিয়েছিল, কয়েকদিনের জন্য তা বন্ধ হলেও চালু হয়েছে ফের রমরমিয়ে। অনেকের অভিযোগ, এ ব্যাপারে নিপুণ যোগ রয়েছে রাজনীতি, প্রশাসনের। নইলেএই জিনিস চলতে পারে না দিনের পর দিন । কিন্তু নবান্ন যেন বালি খাদান নিয়ে ব্যবস্থা নিতে আদাজল খেয়ে নেমেছে। এখন দেখার কত দূর কী কার্যকর হয় সেটাই ।