ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক কেতুগ্রামের ১৬ পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো পরিবার
বেস্ট কলকাতা নিউজ : পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর গ্রামের ১৬ জন পরিযায়ী শ্রমিককে ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। ঈদের পর কাজের সন্ধানে পড়শি রাজ্যে গিয়েছিলেন ওই গ্রামের প্রায় ১০০ জন শ্রমিক। তাঁদের মধ্যে থেকে ১৬ জনকে সেখানকার স্থানীয় প্রশাসন আটক করে বলে জানা গিয়েছে।

কোনওরকমে এক শ্রমিক বাড়িতে খবর দিতে পারায় ঘটনাটি জানাজানি হয় এবং তা গ্রামে ছড়িয়ে পড়ে। এই খবর পাওয়ার পর থেকেই আটক শ্রমিকদের পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। তাঁদের চোখে ঘুম নেই। স্বজনদের নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। এই ঘটনায় এলাকার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, মৌগ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রধানের উদ্যোগে কেতুগ্রাম এক নম্বর ব্লকের বিডিও-র কাছে একটি লিখিত আবেদন দাখিল করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার কারণে প্রায়শই ‘বাংলাদেশি’ তকমা পাচ্ছেন। তাঁদের বেআইনিভাবে আটক করছে সেখানকার স্থানীয় প্রশাসন। এই ঘটনা নতুন নয়। যে কারণে শ্রমিক ও তাঁদের পরিবারকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আটক শ্রমিকদের পরিবারের সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন, অবিলম্বে যেন তাঁদের পরিবারের সদস্যদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।