কটূক্তির প্রতিবাদ করায় গৃহ বধূকে খুনের হুমকি, যুবককে বেদম গণধোলাই জনতার
বেস্ট কলকাতা নিউজ : প্রকাশ্য রাস্তায় বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জোড়াকালীরথান এলাকায়। এই ঘটনার পর ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অজিত হালদার ওরফে ভোদল। তার বাড়ি জোড়াকালীর থান এলাকায়। বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত যুবক এলাকারই এক গৃহবধূকে মোবাইলে ফোন করে নানাভাবে উত্যক্ত করছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন ওই গৃহবধূর পরিবার। এরপরই এদিন সংশ্লিষ্ট এলাকার একটি চায়ের দোকানের সামনেই অভিযুক্ত যুবক ওই গৃহবধুর পরিবারের দুই আত্মীয়কে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি বুঝে আগ্নেয়াস্ত্র সমেত ওই যুবককে ধরে ফেলে। দেওয়া হয় গণপিটুনি।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। অবশেষে আগ্নেয়াস্ত্র-সহ সহ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশকে অভিযোগে ওই গৃহবধূর এক জামাইবাবু দিলীপ হালদার বলেন, “কয়েক মাস আগেই আমার শ্যালক গোপাল হালদারের সম্বন্ধ করে বিয়ে হয়েছে । কিন্তু কয়েকদিন ধরেই এলাকারই যুবক অজিত হালদার আমার শ্যালকের স্ত্রীর মোবাইলে ফোন করে নানাভাবে উত্যক্ত করছিল।”