কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, বসিরহাটে গ্রেফতার হল ১ সিভিক ভলান্টিয়ার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গঙ্গারামপুরের পর ফের বসিরহাট। ফের রাজ‍্য পুলিশের কনস্টেবলের চাকরির প্রশ্নপত্র তুলে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার। ধৃতের নাম গণেশ বাছার। গভীর রাতে বসিরহাটের তাঁতিপাড়ার বাড়ি থেকে পাকড়াও করা হয় এই সিভিক ভলান্টিয়ার-কে। এদিকে পুলিশ সূত্রে খবর, রাজ‍্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃত গণেশের বিরুদ্ধে। এ নিয়ে জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগও এসেছিল। এরপরই দেরি না-করে অভিযুক্তকে হাতে-নাতে ধরার উদ্যোগ নেয় বসিরহাট থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। পুলিশ সুপার এও বলেন, “অভিযোগ পেয়ে ইতিমধ্যে ওই ভলান্টিয়ারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পিছনে কোনও চক্র রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্ত এখনও চলছে। তাই, এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

এদিন পুরো রাজ‍্যের সঙ্গে উত্তর ২৪ পরগনার বসিরহাটেও রাজ‍্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার আগে কনস্টেবলের সেই চাকরির প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে আগেভাগে জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে যায় বসিরহাট থানা এলাকায়। জানা গিয়েছে, বছর তিরিশের গণেশ বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ার বাসিন্দা। এমনকি বসিরহাট থানায় তিনি কর্মরত রয়েছেন সিভিক ভলান্টিয়ার হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *