দরকার নেই পৃথক গোর্খাল্যান্ডের, দরকার পাহাড়ের প্রকৃত উন্নয়নই ” বিনয় তামাং এমনটাই বললেন শাসক শিবিরে যোগ দিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ শুক্রবার তৃণমূলে যোগ দিলেন গোর্খা নেতা বিনয় তামাং। বিনয় তৃণমূলে ফের প্রত্যাবর্তন করলেন মূলত জিটিএ নির্বাচনের আগেই। প্রসঙ্গত, বিনয় তামাং ছিলেন জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যানও। বিনয় তামাং এবং প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা শাসক শিবিরে যোগ দিলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং মলয় ঘটকের উপস্থিতিতে। ব্রাত্য বসু এও বলেন, ‘‘ এই দু’জন তৃণমূলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আদর্শে উদ্বুদ্ধ হয়েই। আর পাহাড়ের উন্নয়নই এঁদের প্রধান লক্ষ্য।’’

শুক্রবারই তৃণমূলে যোগ দিয়ে বিনয় তামাং বলেন, ‘‘৬৪ দিন আগে তৃণমূল থেকে আমি পদত্যাগ করি। কিন্তু পরে আমি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিই মমতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে। মমতাকে আমি দেখতে চাই একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে। মমতাকে আমি দেখতে চাই এমনকি প্রধানমন্ত্রী হিসেবেও। জাতীয় দলে যোগ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করব।’’ একই সঙ্গে তিনি যোগ করেন, ‘‘মমতার আদর্শে উদ্বুদ্ধ হয়েই ফিরলাম তৃণমূলে। আমাদের মূল লক্ষ্য বিরোধী বিজেপি এবং তার শরিকরা। বার বার তারা পৃথক গোর্খাল্যান্ডের ললিপপ দেখিয়েছে আমাদের । পৃথক গোর্খাল্যান্ডের কোনো দরকার নেই আমাদের। দরকার আমাদের পাহাড়ের প্রকৃত উন্নয়নের। আমরা বুঝতে পেরেছি, একমাত্র তৃণমূলের সঙ্গে থাকলেই সম্ভব আমাদের কাঙ্খিত উন্নয়নের।’’

এদিকে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, সামনেই জিটিএ নির্বাচন। বিমল গুরুং যে হেতু বর্তমানে শাসকদলের শীর্ষনেতৃত্বের ‘ঘনিষ্ঠ’, তাই বিনয় পাহাড়ের রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাতেন তাঁর সঙ্গে ‘সুসম্পর্ক’ না থাকলে। যে কারণেই মনে করা হচ্ছে প্রথমে তার বিমলের সঙ্গে সাক্ষাৎ এবং তার পর তৃণমূলে প্রত্যাবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *