কমিশন সম্পূর্ণ ব্যর্থ নন্দীগ্রামে সন্ত্রাস রুখতে , আজ কমিশনে যাচ্ছে সংযুক্ত মোর্চার নেতারা
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সংযুক্ত মোর্চার নেতৃত্ব প্রশ্ন তুলল দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামে সন্ত্রাস প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। তাদের অভিযোগ অনেক ক্ষেত্রেই কমিশন পক্ষপাতিত্ব করছে বলেও। বাম, কংগ্রেস উভয় দলের আরও অভিযোগ আগে থেকে কমিশন কে তথ্য দেওয়ার পরেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও। আগাম অভিযোগ করেও কমিশন যে উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি নন্দীগ্রাম হিংসা তারই জ্বলন্ত প্রমাণ, সিপিএম নেতা রবীন দেবের এমনিই অভিযোগ। তাঁর আরও অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের পরিবেশ কলুষিত হচ্ছে বলেও। একইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামের নির্বাচনে সন্ত্রাস প্রসঙ্গে দায় চাপিয়েছেন কমিশনের উপরই। আজ শুক্রবার সংযুক্ত মোর্চার নেতারা দুপুরে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যাচ্ছেন।
মূলত, জাতীয় নির্বাচন কমিশন ১৪৪ ধারা জারি করার পরেও রাজ্য ও কেন্দ্রের শাসদকদল কীভাবে বারবার নিয়ম ভাঙলো? কমিশন কেন কোনও ব্যবস্থা নিলো না? কার স্বার্থে এসব করা হলো? এসব নিয়ে প্রশ্ন তুললেন মোর্চার সবচেয়ে আলোচিত প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘কোনও কোনও জায়গায় ৬০০/৭০০ মানুষ জড়ো হয়েছেন নন্দীগ্রামের বিভিন্ন জায়গায়। এটা যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় তবে তাই হয়েছে।’ নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় নির্বাচনের দিন দফায় দফায় রিপোর্ট দেন বাম নেতৃত্বকেও।