করোনা মোকাবিলায় হোয়াটস অ্যাপ চ্যাট বট প্রকল্প চালু হল এই জেলায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী৷ গোটা রাজ্য ফেলছে এমনকি স্বস্তির নিঃশ্বাসও৷ এমতাবস্থায়, হোয়াটস অ্যাপ চ্যাট বট প্রকল্প চালু হল দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে৷ ৪৫ -উর্ধ্ব ব্যক্তিরাই কেবল মাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন৷ সোমবার হোয়াটস অ্যাপ চ্যাট বট প্রকল্প চালু হল সোনারপুরে ৷দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথন উদ্বোধন করেন এই প্রকল্পটির। এই প্রকল্প চালু করা হল জেলার মোট ৮টি পৌরসভাতে ।সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র প্রকল্প উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন৷

হোয়াটস অ্যাপ চ্যাট বট প্রকল্প নিয়ে জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘একটা হোয়াটস অ্যাপ নম্বর দেওয়া হয়েছে ৷ করোনার টিকাকরণের প্রক্রিয়া চালু হয়ে যাবে ওই নম্বরে hi মেসেজ পাঠিয়ে দিলেই৷ তখন আপনাকে ফোন করে বা মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে কবে আপনি কোন টিকা নিতে চান৷ ’’সোমবার জেলাশাসক জানান, তাঁদের জেলায় একরকম জোরদার চলছে টিকাকরণের প্রক্রিয়া৷ ইতিমধ্যেই তাঁরা দিতে পেরেছেন ৫০ লক্ষের বেশি ডোজ৷ এই হোয়াটস অ্যাপ নম্বরটি হল ৯১-৮৩৩-৫৯৯৯-০০০৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *