মাত্র ২১ বছর বয়সেই জয়পুরের যুবক নির্বাচিত হলো দেশের কনিষ্ঠতম বিচারপতি হিসেবে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বয়স সবে মাত্র ২১ বছর । এই কলেজে পড়ার বয়সেই হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন জয়পুরের এক যুবক! এখনও পর্যন্ত তিনিই দেশের কনিষ্ঠতম বিচারপতি। জয়পুরের মায়াঙ্ক প্রতাপ সিংয়ের এই কীর্তিতে এক রকম বিস্মিত সকলেই । ২০১৮ সালে রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় পাশ করে তিনি এই পদে বসার যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন । মেধা এবং পরিশ্রম একসঙ্গে হাত ধরলে যে সম্ভব করা যায় অসম্ভবকেও, তারই প্রমাণ মায়াঙ্ক। ভারতীয় বিচার ব্যবস্থায় যে এক নজিরবিহীন ঘটনা তা বলার আর কোনো অপেক্ষা রাখে না ।

মায়াঙ্কের সাফল্যের কথা সামনে আসতেই অভিনন্দন ও প্রশংসায় ভেসে গেছেন তিনি। এত দিন জুডিসিয়াল সার্ভিসের যে কোনও পরীক্ষার জন্য ন্যূনতম বয়স সীমা ছিল ২৩ বছর। সম্প্রতি রাজস্থানে সে বিধি তুলে দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই রাজস্থান হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, ২১ বছর করা হয়েছে পরীক্ষার বয়স কমিয়ে। এর পরেই সব রেকর্ড ভেঙে ফেলেছেন মায়াঙ্ক । বিচারপতি হওয়ার যোগ্য বলে নির্ধারিত হয়েছেন মাত্র ২১বছর বয়সেই। তবে পরীক্ষায় পাশ করে যোগ্যতা অর্জন করলেও, তাঁকে এখনও ১৪ বছর অপেক্ষা করতে হবে বিচারপতি তকমা পাওয়ার জন্য। কারণ ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী কেউ বিচারপতি পদে বসতে পারেন না ৩৫ বছর বয়সের আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *