কলকাতা হাইকোর্ট ভিডিওগ্রাফির নির্দেশ দিল ইছাপুরে যুবক মৃত্যুর ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট ময়না তদন্ত ও ভিডিওগ্রাফির নির্দেশ দিল ইছাপুরের যুবক মৃত্যুর ঘটনায়। হাইকোর্টের বিচারপতির দেবাংশু বসাকএমনি নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, আদালতের নির্দেশে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে মামলার পরবর্তী শুনানিতে। তবে আদালত দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কোনো অনুমতি দেয় নি । সরকারি নিয়ম অনুসারে মৃতের পরিবার মৃত দেহ দেখতে পারবে দূর থেকে। গত ১০ জুলাই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ইছাপুরের দ্বাদশ শ্রেণির ওই ছাত্র শুভজিৎ চট্টোপাধ্যায়ের। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুভজিতের পরিবার তাদের ছেলের মৃতদেহের ময়নাতদন্ত ও বিনা চিকিৎসায় মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের।
মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীরা জানান, ১০ জুলাই মারা যায় ইছাপুরের ওই ছাত্র। অভিযোগ উঠেছে , প্রথমে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিন মিনিটের মধ্যে ওই যুবককের করোনা ভাইরাস সংক্রমণের র্যাপিড টেস্ট করান এবং সেই রিপোর্ট পজিটিভ বলে হাতে লিখে জানিয়ে দেন। রিপোর্ট আসতে যেখানে একদিন সময় লেগে যাচ্ছে সেখানে কি ভাবে তিন মিনিটে জানা যায় সে পজেটিভ না নেগেটিভ ! সেখানকার ল্যাবরেটরি ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ’-এর অনুমোদন কিনা আইনজীবীরা প্রশ্ন তুলছেন এমনকি তা নিয়েও। এর পাশাপাশি, চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ ময়না তদন্ত ও ছেলের দেহ ফেরত চেয়েছেন মৃত ওই ছাত্রের পরিবার।