কলকাতায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল সাংগাঠনিক জেলা কোর কমিটির নেতৃত্বদের নিয়ে বৈঠক সম্পন্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী মহাশয়
কলকাতা: কলকাতায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল সাংগাঠনিক জেলা কোর কমিটির নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকের মূল বিষয় ছিল আগামী নির্বাচনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সামগ্রিক ফলাফল কে নিয়ে। গত কয়েক বছরে নির্বাচনের ফলাফল একেবারে সন্তোষজনক জনক হয়নি , এই কথা মাথায় রেখেই এদিনের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
