কাটাতে হবে মোবাইলের চরম নেশা,কন্টাই পাবলিক স্কুলে অভিনব প্রশিক্ষণ পড়ুয়াদের খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী করে তুলতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মোবাইলের নেশার চোটে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে যুবসমাজের। পড়ুয়াদের মোবাইলের নেশা কাটিয়ে ক্রীড়ামুখি করে তুলতে অভিনব ক্রীড়া প্রশিক্ষণের আয়োজন কাঁথিতে। পূর্ব মেদিনীপুরের কন্টাই পাবলিক স্কুলের সাজানো গোছানো খেলার মাঠে এই ক্রীড়া প্রশিক্ষণের আয়োজন নজর কাড়ছে সকলের। যা পথ দেখাচ্ছে অন্যান্য স্কুলের পড়ুয়াদের।

কন্টাই পাবলিক স্কুলের প্রধানশিক্ষক সমরেন্দ্রনাথ দাশ ও কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক মধুসূদন হাজরার উদ্যোগে এমন অভিনব খেলাধুলোর আয়োজন করা হয়েছে। সহযোগিতা করছেন বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক পার্থসখা পাত্র ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষানুরাগীরা। বর্তমানে শিক্ষাব্যবস্থায় স্কুলে খেলাধুলো যেন হারিয়ে যেতে বসেছে। অধিকাংশ ক্ষেত্রে খেলার মাঠগুলি যেন রুক্ষ ঝোপঝাড়ে পরিণত হয়েছে। আবার কোথাও খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে অন্য কাজে। এই সবের মধ্যে নতুন উদ্যোগে কন্টাই পাবলিক স্কুলের সুসজ্জিত খেলার মাঠ ছাত্রছাত্রী কচিকাঁচাদের নতুন পথ দেখাচ্ছে।

ছাত্রছাত্রীদের খেলার উপযোগী করে একটি সাজানো গোছানো মাঠ কীভাবে তৈরি করা যায় সেটিও দেখানো হচ্ছে। প্রশিক্ষক মধুসূদন হাজরা-সহ বিদ্যালয়ের একটি দল এই কাজে পারিশ্রমিক ছাড়াই এমন প্রশিক্ষণ দিচ্ছে। প্রায় ৫০ বিঘা দীর্ঘ মাঠে এলাকার অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলাধুলোর অধ্যাবসায় যোগ দিক, সাদরে আহ্বান জানাচ্ছে কন্টাই পাবলিক স্কুল। ছাত্রছাত্রী, কচিকাচাদের বেড়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের খেলাধুলো সব স্কুলে হয়ে উঠুক, চাইছেন আয়োজকরা। শারীরিক শিক্ষা শিশুদের সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক শিক্ষা শিশুদের সাহসী ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে, শুধু তাই নয় শারীরিক কার্যকলাপ শিক্ষার্থীদের শক্তি বাড়ায়। শিশুদের একজন ভাল নাগরিক হিসাবে গড়ে তুলতেও সাহায্য করে শারীরিক শিক্ষা। অ্যারোবিক্স, জুম্বা, ফান গেম, লিডারশিপ স্কিল, টিমওয়ার্ক অ্যান্ড কোলাবরেশন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, অনেক আধুনিক খেলা ছাড়াও, খোখো, রুমাল চুরি, দৌড়, ফিজিক্যাল এডুকেশন, সুইমিংপুলে সাঁতার-সহ অনেক গ্রামবাংলায় হারিয়ে যেতে বসা খেলারও আয়োজন করা হয়েছে বাচ্চাদের মনমুগ্ধ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *