কাটারির ভয়াবহ কোপ অসুস্থ স্বামীর গলায় ! অবশেষে মাকে গ্রেফতার করা হল নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে
বেস্ট কলকাতা নিউজ : দাম্পত্য কলহের জেরে দীর্ঘদিন ধরে অসুস্থ স্বামীর গলায় কাটারির কোপ মারলো স্ত্রী। বিছানাতেই মর্মান্তিক মৃত্যু হল স্বামীর। অবশেষে ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হল অভিযুক্ত মা! এদিকে বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত কাঁটাপাহাড়ি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানায় মৃতের নাম জিতেন মাল, মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী মায়া মালকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার কাঁটাপাহাড়ি গ্রামের বাসিন্দা বছর ষাটের বাসিন্দা জিতেন মাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এমনকি তিনি একপ্রকার শয্যাশায়ীও ছিলেন। স্ত্রী মায়া মালের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটি চলাকালীন আচমকাই উত্তেজিত হয়ে পড়েন স্ত্রী মায়া মাল।

অভিযোগ, ঝগড়া চলাকালীন আচমকাই স্ত্রী মায়া মাল কাটারি নিয়ে গিয়ে স্বামীর গলায় চালিয়ে দেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জিতেন মাল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনা জানার পরেই মৃতের ছেলে মায়ের বিরুদ্ধে ছাতনা থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মায়া মালকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।