দুস্থদের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: এন জে পি গেটবাজারের রামঠাকুর মন্দিরের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এবং দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রি বিতরণের মধ্যে দিয়ে উক্ত মন্দিরের বাৎসরিক উৎসব এবং শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৪ তম আবির্ভাব তিথি উৎসবের শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। তিনি আজ এই উৎসবের উদ্বোধন করে প্রায় পঞ্চাশ জন দুস্থদের হাতে গরম পোশাক এবং জামাকাপড় তুলে দেন। মেয়র জানান প্রতবছরই আমি আসি এখানে আমার ভালো লাগে। আর ওদের হাতে কিছু তুলে দেবার মত আনন্দ আর অন্য কোন কাজে নেই। আমি নিজেও প্রতিবছরই কিছু না কিছু দিতে চেষ্টা করি ওদের জন্য। এবারে অনেক মানুষ এসেছেন আমার ভালো লাগে দেখে। আমি উদ্যেক্তাদের বলে দিয়েছি যখন দরকার পড়বে আমাকে ডাকতে কিংবা ফোন করে নিতে আমি উপস্থিত থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *