কেটে ফেলা হচ্ছে গাছ সাংবাদিক বৈঠক করলেন উত্তরায়ন টাউনশিপের আবাসিকেরা
শিলিগুড়ি : প্রচণ্ড গরম আর তার সাথে গুমোট আবহাওয়া। আর শিলিগুড়ির মাটিগাড়ার উত্তরায়ন টাউনশিপের আবাসিকরা অভিযোগ করলেন গাছ কেটে ফেলা হচ্ছে টাউনশিপের ভিতরের। বার বার বলা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে এবং লিখিত চিঠিতে সব খবর বিস্তারিত জানানো হলেও কোন পদক্ষেপ নেয় নি শিলিগুড়ি পুরসভা। আবাসিকরা জানিয়েছেন স্থানীয় কিছু দুষ্কৃতি এবং তাদের আবাসিকের কিছু ব্যক্তি জড়িত আছেন এই গাছ কাটার কাজে। বলা হলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এইভাবে বেশ কয়েকটি গাছ কাটাও হয়ে গেছে। কিন্তুু তখন কর্নপাত করা হয় নি। বর্তমানে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকজন। তারা ওই আবাসনের কয়েকজনের সাথে মিলে এই কুকির্তি করছে বলে জানিয়েছেন সাংবাদিক সন্মেলন করা বাসিন্দারা।
ওই টাউনশিপে বহু দামী গাছ আছে, যাদের গুড়ি বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা রোজগার হবে। এই লোভেই আগে বিক্রি করা হয়েছে বেশ কয়েকটি গাছ। বেশ কয়েক মাস চুপ করার পরে আবার গাছ কাটার তোড়জোড় করছেন ওই দুষ্কৃতি এবং আবাসিকের বাসিন্দারা। এই ব্যাপারে প্রশাসন কোনভাবেই কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে জানিয়েছেন ওই আবাসিকেরা। তারা জানিয়েছেন গাছ কাটার পরে টাকা পেয়েই শুরু হয়ে যায় নেশার আসর। শুরু হয় মদ এবং জুয়ার নেশা। বাধা দিলেই আসে হুমকি। আবাসিকেরা জানিয়েছেন প্রশাসন যদি কোনভাবেই পদক্ষেপ না নেন তবে তারা আন্দোলন শুরু করবেন।