কেন জনপ্রিয় ক্রিমরোল, জানালেন শিলিগুড়ির বিশিষ্ট বেকারি ব্যাবসায়ী সঞ্জিত পাল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : কেন জনপ্রিয় ক্রিমরোল জানালেন রাধা বেকারীর কর্ণধার সঞ্জিত পাল, তিনি জানান গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রচন্ড জনপ্রিয় বেকারীর জিনিসপত্র। যার মধ্যে ক্রিম রোল প্রচন্ড জনপ্রিয়। একেবারেই অন্য ধরনের স্বাদের। শিলিগুড়ির নানা প্রান্ত থেকে শিলিগুড়ি শহরে চলে আসে ক্রিমরোল। মানুষ কেনেন নিজেদের সাধ্যমত। সঞ্জিত পাল আরো জানান আমাদের কাছে ক্রিমরোল একটা অদ্ভুত খাবারের জিনিস, যা খেতে দারুন। আমি সব ধরণের ক্রিমরোল রাখি। মানুষ আসেন এবং কিনে নিয়ে যান ক্রিমরোল। আমিও প্রচন্ড পছন্দ করি খেতে। আর শিলিগুড়ি শহর এর মানুষ এর যে পছন্দ ক্রিমরোল এটা বোঝাই যাচ্ছে।

বেস্ট কলকাতা নিউজ : ৫০ বছরের পুরানো দোকান, "রাধা বেকারী "কে আজও সুনামের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সঞ্জিত পাল
৫০ বছরের পুরানো দোকান, “রাধা বেকারী “কে আজও সুনামের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সঞ্জিত পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *