কেন্দ্রীয় দল চরম বিক্ষোভের মুখে পড়লো আবাস যোজনা প্রকল্পের অবস্থা খতিয়ে দেখতে এসে
বেস্ট কলকাতা নিউজ : আবাস যোজনা প্রকল্পের অবস্থা খতিয়ে দেখতে বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মশিয়াড়া গ্রামে অভিযান চালাল কেন্দ্রীয় টিম। এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দু’সদস্যের প্রতিনিধি দল গ্রামে গেলে আবাস যোজনা নিয়ে বিভিন্ন বেনিয়মে সরব হন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের বোর্ড দেওয়া নিয়েও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আবাস যোজনার উপভোক্তা নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মশিয়াড়া গ্রামের বাসিন্দাদের ক্ষোভের পারদ চড়ছিল। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে পৌঁছতেই গ্রামবাসীদের সেই ক্ষোভের আগুনে ঘি পড়ল। এদিন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে গিয়ে উপভোক্তাদের নির্মীয়মান বাড়ি ঘুরে দেখতে শুরু করেন। আর এরপরই আবাস যোজনায় ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, গ্রামের কোনও কোনও পরিবারের জন্য একাধিক বাড়ি বরাদ্দ করা হলেও প্রকৃত গৃহহীনদের জন্য বাড়ি বরাদ্দ করা হয়নি।
আবাস যোজনার নির্মীয়মান বাড়ির বোর্ড লাগানো নিয়েও বেনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এতদিন ধরে আবাস যোজনার বাড়ি তৈরি করার কাজ চললেও সেই বাড়িগুলিতে প্রকল্প নির্দেশক কোনও বোর্ড টাঙানো হয়নি।
কেন্দ্রীয় দল গ্রামে তদন্তে যাওয়ার খবর পেতেই রাতে তড়িঘড়ি আবাসের নির্মীয়মান বাড়িগুলিতে প্রকল্প নির্দেশক বোর্ড টাঙিয়ে দেয় স্থানীয় মশিয়াড়া গ্রাম পঞ্চায়েত। আবাস নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে স্থানীয় মশিয়াড়া গ্রাম পঞ্চায়েতেও বিক্ষোভ দেখান এলাকাবাসী। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে মহকুমা শাসক বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টাও করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের দাবী তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।