কোটি কোটি টাকা উধাও বর্ধমান পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে , মাথায় হাত মুম্বাই থেকে বড় প্রতারণায়
বেস্ট কলকাতা নিউজ : বর্ধমান পুরসভা কর্তৃপক্ষের করা অভিযোগ অনুযায়ী, পুরসভার পাশেই একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের শাখায় বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট রয়েছে। রবিবার পুরসভা কর্তৃপক্ষ জানতে পারে, তাদের অ্যাকাউন্ট থেকে শনিবার ১ কোটি ৪৩ লক্ষ টাকা তোলা হয়েছে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে এদিনই পুরসভা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজার সুদীপ্ত ঘোষ বলেন, “আমাদের শাখাতেই পুরসভার অ্যাকাউন্ট আছে। গোটা বিষয়টি হয়েছে মুম্বাই থেকে। তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। মনে করা হচ্ছে ক্লোন করে টাকা তোলা হয়েছে। “
বর্ধমান পুরসভা কর্তৃপক্ষের করা অভিযোগ অনুযায়ী, পুরসভার পাশেই একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের শাখায় বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট রয়েছে। রবিবার পুরসভা কর্তৃপক্ষ জানতে পারে, তাদের অ্যাকাউন্ট থেকে শনিবার ১ কোটি ৪৩ লক্ষ টাকা তোলা হয়েছে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে এদিনই পুরসভা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজার সুদীপ্ত ঘোষ বলেন, “আমাদের শাখাতেই পুরসভার অ্যাকাউন্ট আছে। গোটা বিষয়টি হয়েছে মুম্বাই থেকে। তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। মনে করা হচ্ছে ক্লোন করে টাকা তোলা হয়েছে। “
সরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম বর্ধমান পুরসভার ক্ষেত্রেই ঘটল এমনটা নয়। এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা তুলে নেওয়া হয়। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। টাকা হাতিয়ে নেওয়া চক্রের বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে বলে জানা গিয়েছে।
কী জানিয়েছে বর্ধমান পুরসভা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, “যে দুটি চেক ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে সেই চেক দুটি পুরসভাতেই আছে। অথচ অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে”। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, “আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করছে। আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪৩ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। এই ঘটনায় আমাদের কোনও দোষ নেই। যা হয়েছে সেটা ব্যাঙ্কের শাখা থেকে।”