কোনো নাম নেই ২০০২ -এর তালিকায়! SIR আতঙ্কের অভিযোগ উঠলো ডানকুনিতে বৃদ্ধার মৃত্যুর নেপথ্যের কারণ হিসেবে
বেস্ট কলকাতা নিউজ : এবার এসআইআর-এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল হুগলির ডানকুনিতে ৷ হাসিনা বেগম (৬০ ) নামে এক বৃদ্ধা রবিবার সন্ধেবেলা অসুস্থ হয়ে পড়েন ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ যা নিয়ে তৃণমূলের অভিযোগ, ২০০২সালের সংশোধিত ভোটার তালিকায় তাঁর নাম ছিল না ৷ সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ তবে, এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছে বিজেপি ৷

ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে মেয়ের সঙ্গে ভাড়া থাকতেন হাসিনা বেগম ৷ তবে তাঁর বাড়ি ১৩ নম্বর ওয়ার্ডে ৷ তিনদিন আগে ২০ নম্বর ওয়ার্ডে এসআইআর নিয়ে একটি বৈঠক হয় ৷ সেখানে ওয়ার্ডের বাসিন্দাদের ২০০২ সালের ভোটার তালিকার তথ্য তুলে দেওয়া হয় ৷ তৃণমূলের দাবি, সেখানে হাসিনা বেগমের নাম ছিল না ৷ আর তা জানার পর থেকেই আতঙ্কে ভুগতে থাকেন তিনি ৷ এদিকে হৃদরোগেও আক্রান্ত হন তিনি ৷ এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তথা ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম ৷ তিনি বলেন, “সাধারণ মানুষ এসআইআর নিয়ে ভয়-ভীতির মধ্যে রয়েছে ৷

