কৌশিকী অমাবস্যা উপলক্ষে শিলিগুড়ির আনন্দময়ী “কালীবাড়িতে ফল বিতরণ করা হলো ভক্ত এবং দুঃস্থদের মধ্যে
শিলিগুড়ি : কৌশিকী অমাবস্যা উপলক্ষে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সবচাইতে বড় কালীবাড়ি ” আনন্দময়ী “কালীবাড়িতে ” উত্তরবঙ্গ থ্যালসামিয়া সোসাইটির তরফ থেকে ফল বিতরণ করা হলো ভক্ত এবং দুঃস্থদের মধ্যে। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে এদিন উত্তরবঙ্গ থ্যালসামিয়া সোসাইটির তরফ থেকে শ্রী বিমল কৃষ্ণ বণিক, কৃষ্ণা ঘোষ প্রমূখ দুঃস্থদের হাতে ফল তুলে দেন। সংস্থার তরফ থেকে আনন্দময়ী কালীবাড়িতে এদিন পুজো দিতে আসা ভক্তদের হাতেও ফল তুলে দেওয়া হয় । সব থেকে বড় কালিবাড়ি হিসেবে পরিচিত আনন্দময়ী কালীবাড়িতে প্রতিবছর এই দিনে ফল বিতরণ করা হয়। এইবার তার হের ফের হলো না। এছাড়া মন্দিরের বাইরে বসা দুঃস্থদের হাতেও এদিন ফল তুলে দেওয়া হয়।
