ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আক্রান্ত হলেন নোবেল করোনায়
বেস্ট কলকাতা নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিশ্বের অন্যতম সেরা ফিট ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই খবর জানানো হয়েছে পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই নেশনস লিগের ম্যাচে তাঁর নামার কথা ছিল সুইডেনের বিপক্ষে, কিন্তু খেলতে পারবেন না রোনাল্ডো, সেটিও জানিয়ে দেওয়া হয়েছে এমনকি জাতীয় ফুটবল সংস্থা মারফৎ।গত রবিবারই রোনাল্ডো ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলেছিলেন। সেইসময় এক মুহূর্তের জন্যও বোঝাও যায়নি মারণ ভাইরাসের জীবানু বহন করছেন রোনাল্ডো । তারপর পর্তুগাল ফুটবলারদের সকলের কোভিড টেস্ট করার পরে রিপোর্ট পজিটিভ আসে তার।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমনকি বিশ্বের অন্যান্য তারকা ফুটবলাররাও । তাদের মধ্যে রয়েছে পাওলো দিবালা, সাদিও মানে ছাড়াও আরও অনেক মহাতারকারা। কিন্তু অনেকের কাছেই বিস্ময় রোনাল্ডোর আক্রান্তের খবরটি। তিনি বিশ্বের অন্যতম সেরা ফিট, তিনি শরীর নিয়ে যা যত্ন করেন, বাকি ফুটবলাররা তাঁর অর্ধেকও করেন নাকি সন্দেহ আছে সেই ব্যাপারেও। তারপরেও রোনাল্ডোর ইমিউনিটি পাওয়ারে সমস্যা হল কেন, চিকিৎসা বিজ্ঞানকে একরকম ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে সেই বিষয়টিও।