ক্লাস চলার মাঝেই বেরিয়ে গেল, সোজা ব্যালকনিতে, সকলে হতবাক পড়ুয়ার চরম পদক্ষেপে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্লাস চলছিল। তারমাঝেই আচমকা ক্লাসরুম থেকে বেরিয়ে যায় সে। কিছুক্ষণ দাঁড়ায় ব্যালকনিতে। তারপর? তারপর পড়ুয়া যা করল, তাতে আঁতকে উঠছে সহপাঠীরা। শোরগোল কলেজে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। জানা গেছে অনন্তপুরের নারায়ন কলেজের পড়ুয়া বছর ষোলোর ওই কিশোর ক্লাস চলার মাঝেই আচমকা বেরিয়ে যায়, ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে, আচমকা ঝাঁপ দেয় সে চারতলা থেকে। শব্দ শুনেই তৎক্ষণাৎ ক্লাসরুম থেকে বেরিয়ে আসে সহপাঠীরা। সকাল ১০টা ১৫ নাগাদ ওই পড়ুয়া ক্লাসরুম থেকে বেরিয়ে এই ঘটনা ঘটায়। কলেজের সিসিটিভিতে ধরা পড়েছে ওই সময়ের ঘটনা।

এদিকে পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ছুটি কাটিয়ে ওই পড়ুয়া বৃহস্পতিবারই ফিরেছিল কলেজে। গোটা ঘটনায় পড়ুয়ার পরিবার কলেজের বকেয়া ফি-এর বিষয় এবং কলেজ কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই পড়ুয়ার বাবা জানিয়েছেন, তিনি কলেজ কর্তৃপক্ষকে বলেছিলেন, তিনি বকেয়া টাকা মিটিয়ে দেবেন। তিনি আরও জানান, তিনি এখনও সঠিক জানেন না, ঠিক কী ঘটেছিল। তবে তাঁর ধারণা, কলেজ তাঁর ছেলেকে বকেয়া ফি সম্পর্কে কিছু বলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *