অ্যাপ ক্যাব চালক-মালিক সংগঠন ধরণায় বসলো সার্জের বিরোধিতা করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : CITU অনুমোদিত কলকাতা ওলা-উবার ক্যাব চালক ও সংগঠন বিক্ষোভে সামিল হল একাধিক দাবি-দাওয়া নিয়ে৷ সল্টলেক সেক্টর-৫-এর উবার সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিদিনই ৪-৫ ঘণ্টা ধরে৷ আর এর জেরেই যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷

দাবিগুলির মধ্যে প্রধান ও অন্যতম দাবি হল, বন্ধ করতে হবে সার্জ নেওয়া৷ এরফলে সমস্যা তৈরি হচ্ছে যাত্রী ও চালক উভয়পক্ষের মধ্যেই৷ সম্প্রতি সংস্থা ৮০ জন চালকের আইডি বন্ধ করে দিয়েছে সার্জের কারণেই৷ তাদের মধ্যে ফের খুলে দিয়েছে ৫ জনের আইডি৷ বাকিদের এখনও খোলা হয়নি ৷ দাবি, বাকিদের আইডি খুলে দেওয়া হোক অবিলম্বেই৷ সংগঠন আরও দাবি মিটার প্রতি ভাড়া নির্ধারিত করা হোক সার্জের পরিবর্তে৷

তারা আরও দাবি করে, যেসব চালকরা সংক্রমণের কথা না ভেবে এখনও পরিষেবা দিয়ে চলেছে, ১০ হাজার টাকা করে স্বাস্থ্য বীমার আওতায় আনা হোক তাদেরকে৷ প্রতিদিনের ইন্সেনটিভ প্রতিদিন দিয়ে দিতে হবে৷ ট্রিপ পিছু কমিশন ৩০ শতাংশ থেকে ১০ শতাংশ করতে হবে৷ গাড়িতে এসি চালান যাবে না ৷ গাড়িতে পর্দা লাগিয়ে দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *