গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন হতে পারে চলতি সপ্তাহেই , এমনকি বাড়ল তারাতলা-জোকায় ট্রেনের সংখ্যাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চলতি সপ্তাহেই উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রোপথের। সূত্রের খবর, ওই মেট্রোর উদ্বোধন হওয়ার কথা পুরীতে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সঙ্গেই। এদিকে পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং মেট্রো রেলের প্রশাসনিক স্তরে প্রস্তুতি চালানো হচ্ছে সম্ভাব্য উদ্বোধনের দিন বৃহস্পতি অথবা শুক্রবার ধরে নিয়ে ।রবিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের এক দফা মহড়া হয়েছে। মেট্রো সূত্রের খবর, ওই পথে আরও এক দফা মহড়া চালানো হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রোপথের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে।

এদিকে গতকাল সোমবার থেকে দ্বিগুণ হয়েছে তারাতলা-জোকা মেট্রোপথে ট্রেনের সংখ্যা। এত দিন পর্যন্ত ওই পথে ১২টি ট্রেন চলত সারা দিনে । এবার থেকে ওই পথে সারা দিনে চলবে ২৪টি ট্রেন। সোম থেকে শুক্রবারের মধ্যে মেট্রো পরিষেবা চালু থাকবে সকাল ৮টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত । উল্লেখ্য জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে এবং তারাতলা থেকে অন্তিম ট্রেন ছাড়বে ৪টে ৪০ মিনিটে। একই সঙ্গে, এ দিন থেকে দু’টি ট্রেনের ব্যবধান এক ঘণ্টা থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *