হাহাকার দেশজুড়ে, তবুও নানা রাজ্যের ট্যাঙ্কার ৩০ ঘণ্টা অক্সিজেনের অপেক্ষায় প্ল্যান্টের সামনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশজুড়ে যখন হাহাকার অক্সিজেনের জন্য, তখন এক অবাক করা ‘গড়িমসি’র ছবি ধরা পড়ল পানিপথে৷ রোজ 250 মেট্রিক টন অক্সিজেন তৈরি হয় উত্তর ভারতের সবচেয়ে বড় অক্সিজেনের কেন্দ্র এয়ার লিক্যুইড প্ল্যান্টে৷ সেখান থেকে যে অক্সিজেন দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে, তার ট্যাঙ্কার প্ল্যান্টের বাইরেই অপেক্ষা করছে ৩০ঘণ্টারও বেশি সময় ধরে৷ অথচ মিলছে না অক্সিজেন৷

অপেক্ষায় রয়েছে হরিয়ানার ট্যাঙ্কার ৷ অক্সিজেনের অভাবে ভয়াবহ অবস্থা যে দিল্লির, অক্সিজেন দেরিতে দেওয়া হচ্ছে এমনকি তাদের ট্যাঙ্কারকেও৷ পঞ্জাবের ট্যাঙ্কারগুলিকেও দু-তিন দিন বসিয়ে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন বেলা পৌনে দুটো ৷ সেই সময়ে ১৩ টি ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে পানিপথ থেকে ২২ কিলোমিটার দূরের রিফাইনারির সামনে। এছাড়াও দিল্লির ২ টি, পঞ্জাবের ২ টি, হরিয়ানার ৪ টি এবং উত্তরপ্রদেশ ও গাজ়িয়াবাদের একটি করে ট্যাঙ্কার রয়েছে ৷তাদের কোনওটা দাঁড়িয়ে রয়েছে ৫ -৬ ঘণ্টা, কোনওটা আবার ৩০ -৩৫ ঘণ্টা ৷দিল্লির তিনটি ট্যাঙ্কারের মধ্যে একটি অক্সিজেন পায় দীর্ঘ সময় অপেক্ষা করার পর৷ ডিউটি ম্যাজিস্ট্রেটের দাবি, ১০ টন অক্সিজেন পাঠানো হয়েছে দিল্লির বদরপুর বৈভব অক্সিজেন সংস্থার পাঠানো তিনটি ট্যাঙ্কারের একটিতে৷ তবে দুটি ট্যাঙ্কার প্ল্যান্টের বাইরে দাঁড়িয়ে রয়েছে ২১ এপ্রিল থেকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *