গেস্ট হাউসে গভীর রহস্যমৃত্যু বার ডান্সারের , পুরুষসঙ্গীর খোঁজে শুরু হল জোর তল্লাশি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আনন্দপুরের গেস্ট হাউসে বার ডান্সারের রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে এক পুরুষ সঙ্গীর সঙ্গে ওই গেস্ট হাউসে যান ওই তরুণী। জানা গিয়েছে, মৃত তরুণীর নাম শ্রেয়া ভার্মা (২৭)। তিনি পঞ্জাবের বাসিন্দা। সোমবার দুপুরে গেস্ট হাউসের ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, লুধিয়ানার বাসিন্দা শ্রেয়া বাইপাস সংলগ্ন একটি বারে নতর্কী ছিলেন। ঘটনার পর থেকেই খোঁজ নেই ওই পুুরুষসঙ্গীর। ড্রাগ ওভারডোজ নাকি অন্য কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ আপাতত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

গেস্ট হাউস সূত্রে জানা গেছে , গত রবিবার রাতে শ্রেয়া তাঁর পুরুষসঙ্গীকে নিয়ে এসেছিলেন। তারপর থেকে তাঁরা সেভাবে ঘর থেকে বের হননি। সোমবার দুপুরে তরুণীর পুরুষসঙ্গীই গেস্ট হাউসের কর্মীদের খবর দেন, শ্রেয়া অসুস্থ। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, এরপর থেকেই আর পাত্তা নেই শ্রেয়ার পুরুষসঙ্গীর। শ্রেয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।পুরুষসঙ্গীর খোঁজে শুরু হয় তল্লাশি। হোটেলের এক কর্মী বলেন, “আমরা ঘরেই জল খাবার দিয়ে এসেছিলাম। রবিবার এসেছিল, তারপর থেকে তাঁদের আর বেরোতে দেখেনি। জানি না, ঘর থেকে চিৎকার চেঁচামেচি সেরকম শুনিনি। কী হয়েছে, সেটা পুলিশই বলতে পারবে। তবে যাঁর সঙ্গে উনি এসেছিলেন, তাঁকেও আর দেখতে পাওয়া যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *