ঘরে ঢুকে রোগীর মেয়ের চরম শ্লীলতাহানি, অবশেষে ওয়ার্ডবয় গ্রেফতার হল বর্ধমান মেডিক্যালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাসপাতাল চত্বরে রোগীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠলো বর্ধমান মেডিক্যালে৷ অবশেষে ওয়ার্ডবয়কে গ্রেফতারও করল বর্ধমান মহিলা থানার পুলিশ ৷ এদিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় আরেকবার প্রশ্নের মুখে পড়লো প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ৷ খোদ হাসপাতাল চত্বরে এমন ঘটনায় অবাক সকলেও ৷ ধৃত ওই ওয়ার্ডবয়কে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক আদিবাসী মহিলা বেশ কিছুদিন ধরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । হাসপাতালের নতুন বিল্ডিংয়ের নীচের একটা ওয়ার্ডে তাঁর চিকিৎসাও চলছে । সেই কারণে গত ২ দিন থেকে ওই মহিলার বিবাহিত মেয়ে তাঁর মায়ের কাছেই রয়েছেন । অভিযোগ, এদিন বিকেল নাগাদ ওই মহিলা যখন তার মায়ের সঙ্গে মহিলা ওয়ার্ডে ছিলেন সেই সময় ওই ওয়ার্ডবয় ঘরে ঢুকে পড়ে।

তারপর ঘরের লাইট নিভিয়ে দিয়ে ওই মহিলাকে জড়িয়ে ধরে। এরপর শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করে । চিৎকার করতে গেলে তাঁর মুখ চেপে ধরে চড় ঘুষি মারা হয় । মহিলা কোনওরকমে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে এসে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন । সেই চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসে । তারা ঘরের লাইট জ্বালাতেই ওয়ার্ডবয় সেখান থেকে পালিয়ে যায় । বিষয়টি জানিয়ে স্থানীয় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই রোগীর মেয়ে । মহিলার কাছ থেকে বয়ান শোনার পরে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে । সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হয় । এরপর অবশেষে ওই অভিযুক্ত ওয়ার্ডবয়কে গ্রেফতার করে পুলিশ।

সোমবার অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে বর্ধমান আদালতে তোলে । তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয় । আদালত দু’দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে । জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি বর্ধমান শহরের বাবুরবাগ কালীতলা এলাকায় । ২১ বছর ধরে সে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করছে । এর আগে তার নামে এরকম ঘটনার অভিযোগ আছে কিনা, তা খতিয়ে দেখে পুলিশ ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান মহিলা থানা ৷ তবে হাসপাতালের ওয়ার্ডে এমন শ্লীলতাহানির ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন বাকিরাও ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *