ঘোর বর্ষার মাঝে শিলিগুড়িতে আকাশ ছোয়া হল সবজির দাম
শিলিগুড়ি : শিলিগুড়ি তে ক্রমশ বাড়ছে সবজির দাম। বর্ষার মধ্যে সবজির দাম দ্বিগুন বেড়ে যাওয়ায় সমস্যা বেড়েছে সাধারন মানুষের। কেজি প্রতি দাম বেড়েছে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে। শিলিগুড়িতে সব মার্কেট এই সবজির দাম একই। নির্বাচনের পরে এতো দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ক্ষুদ্ধ সাধারন মানুষ। অনেকেই জানিয়েছেন নির্বাচন হয়ে গেছে তাই তার খরচ দিচ্ছেন সাধারন মানুষ। উল্টো দিকে সবজি বিক্রেতারা জানিয়েছেন কিছুই করবার নেই তাদের। ঘোর বর্ষা তাই এতো দাম বেড়েছে সবজির। তবে পাইকারি বিক্রেতারা জানিয়েছেন বর্ষার কারনে বাইরে থেকে গাড়ি একেবারেই আসছে না, তাই দাম বেড়েছে সব সবজির।
এদিকে ক্রেতারা জানিয়েছেন তারা সব চাইতে অসুবিধার মধ্যে পড়ে গেছেন আলুর দাম বেড়ে যাওয়ায়, শিলিগুড়িতে এখন আলুর দাম বেড়ে দাড়িয়ে গেছে চল্লিশ টাকা করে। পেয়াজ বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ টাকা করে। বাজার করতে ব্যাগ নিয়ে গেলে কোনায় থেকে যাচ্ছে বাজার। কবে কমবে সবজির দাম? ব্রিক্রেতারা জানিয়েছেন বর্ষা কমে গেলেই কমবে সবজির দাম। তবে ক্রেতারা জানিয়েছেন এতো কিছু মুখের কথা। কবে দাম কমবে কেউ জানেন না।