চলন্ত ট্রেন থেকে যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন চুরি, এনজেপি স্টেশনে গ্রেফতার হল বিহারের ১ যুবক
নিজস্ব সংবাদদাতা : চলন্ত ট্রেন থেকে যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন চুরি! এনজেপি স্টেশনে গ্রেফতার হলো একজন। জানা গিয়েছে আজ সকালে এনজিপিতে রাজস্থান থেকে আসা যোধপুর এক্সপ্রেস স্টেশনে এসে থামতেই , সেই ট্রেন থেকে লাফ দিয়ে এক যুবক দৌড়াতে শুরু করেন, ওই ট্রেনের যাত্রীরা সেই সময় চিৎকার শুরু করলে পেছনে থাকা জিআরপিরা ওই যুবককে ধরে ফেলে। জেরার সময় যুবককে স্বীকার করে নেয় তার অপরাধের কথা।

সে জানায় যাত্রীরা যখন বিশ্রাম নিতো তখন সে ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে তাদের ব্যাগ, ঘড়ি এবং মোবাইল নিয়ে নিতো। তারপর সে সব নিয়ে ট্রেন থেকে স্টেশনে নেমে যেত, এদিন সকালে তার পরিকল্পনা ঠিক সেই ধরনেরই ছিল। কিন্তু যাত্রীরা তাকে চিনতে পেরে ধরতে চেষ্টা করে, সেই সময় সে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পালাতে শুরু করে, যাত্রীরা চিৎকার করলে পেছনে থাকা জিআরপিরা ধরে নেয় তাকে। জানা গেছে তার নাম ইলিয়াস মন্ডল বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ এর মধ্যে, বিহারের বাসিন্দা সে। তার কাজই ছিল ট্রেনে উঠে, যাত্রীরা একটু অসতর্ক হলেই তাদের কাছ থেকে জিনিস নিয়ে পালিয়ে যাওয়া।