চাকরি হারানোর ভিড়ে পিছিয়ে থাকলো না শহর শিলিগুড়িও, এক ধাক্কায় চাকরি চলে গেল৩৫০ জনের
শিলিগুড়ি : চাকরি হারানোর ধাক্কায় পিছিয়ে থাকলনা শহর শিলিগুড়ি, এদিন যে পরিসংখ্যান পাওয়া যায় সেখানে প্রায় আনুমানিক ৩৫০ জনের চাকরি চলে যাওয়ার খবর মিলেছে। শিলিগুড়িতে মূলত ছোট বড় অনেক হাই স্কুল আছে । এদিকে শিলিগুড়ি আশ্রমপাড়া সংলগ্ন এলাকার দুটি বিদ্যালয় প্রায় ২৫ জনের চাকরি চলে যাওয়ার খবর মেলে ।স্বাভাবিকভাবেই এই আলোড়ন তোলা খবর শিলিগুড়ির মানুষের ঘুম কেড়ে নেয় । চাকরি হারারা এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্ক না এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল করেন । স্বাভাবিকভাবেই বিপদে পড়ে বিদ্যালয় গুলিও । শিক্ষক নেই শিক্ষিকা নেই পড়াবে কে। শিলিগুড়ির আপাতত ৩৫০ জনের মধ্য পুরুষ এবং মহিলা মিলে প্রায় সমান লোকের চাকরি চলে গেল। তাদের একটাই কথা জীবন অন্ধকার হয়ে গেল আমাদের দায় কে নেবে আর কেনই বা নেবে। চাকরি চলে গেলে কি আর চাকরি ফিরে আসবে? কে দায়ী থাকবে। আপাতত অপেক্ষায় থাকা ছাড়া আর কিছুই করার নেই আমাদের কাছে জানালেন সদ্য চাকরি হারানো এক প্রার্থী।
