চার কেন্দ্রে ভোট পড়ল ২৪.২৫ শতাংশ , সবচেয়ে বেশি রায়গঞ্জে
বেস্ট কলকাতা নিউজ : শাসক শিবিরের প্রতি আনুগত্য প্রচারে বেনজির কাণ্ড, ভোট দিয়ে শাসক দলকে সেই ভোটদানের ভিডিও করে দেখানোয় চূড়ান্ত শোরগোল। ভোট দিয়ে ছবি দিয়ে তৃণমূল করেন বলে প্রমাণ দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন রায়গঞ্জের এক মহিলা ভোটার। মহিলার অভিযোগ, ‘ভিডিও না দেখালে কেউ বিশ্বাস করত না তাই ভিডিও তুলে এনেছেন’। পাশাপাশি বিজেপি করায় মিলছিল না কোন সুযোগ-সুবিধা। নিজেকে প্রমাণ করার জন্য ভিডিও করে তা দেখানোর সাক্ষী থাকল রায়গঞ্জের ১৬ নং ওয়ার্ড। যদিও তৃণমূলের তরফে দাবি মহিলা এমন কাজ না করলেও ভাল হত। মুখে বললেই দল বিশ্বাস করত।
সকাল ১১টা পর্যন্ত বাংলার চার বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে সবচেয়ে বেশি, ২৫.৯৮ শতাংশ। পাশাপাশি রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে।
এদিকে, বাগদার ডিহিলদহতে তুমুল উত্তেজনা। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে দেখে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। তাঁকে দেখেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী গন্ডগোল করতে এসেছেন। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙা পঞ্চায়েতের ২ নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলা চলানো হয়। পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় ৩০-৪০ জন দুষ্কৃতী। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়।