চিকিৎসককে ৩৬ লক্ষের সাইবার প্রতারণা ! হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডির জালে আটক ৫
বেস্ট কলকাতা নিউজ : শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে ফেসবুকে বিজ্ঞাপন থেকে শুরু ৷ হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাঁদ পেতে চিকিৎসক রাজকুমার ভট্টাচার্যের কাছ থেকে দুই মাস ধরে ধাপে ধাপে প্রায় ৩৬ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগ ওঠে কিছু প্রতারকের বিরুদ্ধে৷ শেষমেশ বারাসতের এই ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল সিআইডি ৷

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার শুরু সোশাল মিডিয়া থেকে ৷ ফেসবুকে স্টক মার্কেট সংক্রান্ত আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে প্রথমে আগ্রহী হন ওই ভুক্তভোগী চিকিৎসক । বিজ্ঞাপনে ‘উচ্চ মুনাফার নিশ্চয়তা’ ও ‘পেশাদার প্রশিক্ষণের’ লোভ দেখানো হয় তাঁকে । এরপর তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করানো হয় ৷ যেখানে নিজেদের স্টক বিশেষজ্ঞ দাবি করে একাধিক ব্যক্তি নিয়মিত পরামর্শ দিতে শুরু করেন রাজকুমার ভট্টাচার্যকে। এই দেখানো মুনাফার ফাঁদেই ধাপে ধাপে অর্থ বিনিয়োগে রাজি হন চিকিৎসক । প্রায় দুই মাসের মধ্যে ১০ টি আলাদা লেনদেনের মাধ্যমে মোট ৩৬ লক্ষ টাকা পাঠিয়ে দেন তিনি । কিন্তু সময় যত গড়ায় মুনাফার নামে দেখানো অ্যাকাউন্টগুলি আর খোলা যাচ্ছিল না ৷ ‘টেকনিক্যাল সমস্যার’ কথা বলে সময় নেওয়া হচ্ছিল বারবার । শেষ পর্যন্ত পুরো বিষয়টি যে প্রতারণা তা বুঝে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি ।
এদিকে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিআইডির হাতে। অবশেষে চলতি বছরের ২০ জানুয়ারি বারাসত সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এই প্রতারণার মামলাটি দায়ের হয় ৷ মামলাটির গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্ট তদন্ত সিআইডিকে হস্তান্তরের নির্দেশ দেয় । এরপরেই আদালতের নির্দেশ মেনে তদন্তে নামে সিআইডি ৷ তবে শুধু প্রতারণা নয়, সংগঠিত জালিয়াতি চক্রের সংখ্যা, অর্থের লেনদেনের চরিত্র এবং আন্তঃরাজ্য যোগসূত্র-সব দিকেই নজর দেয় সিআইডি । একাধিক রাজ্যে অভিযান চালিয়ে গত কয়েক মাসে সিআইডি প্রতারণার এই ঘটনায় যুক্ত মোট পাঁচজনকে গ্রেফতার করে।

