ছাত্র-যুবর আন্দোলনে জ্বলছে নেপাল, ভারত সীমান্তে জারি হাই-অ্যালার্ট, শুরু হল নাকা তল্লাশি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের অশান্ত নেপাল । ছাত্র-যুবর আন্দোলনে ব্যাপক উত্তাল ভারতের এই প্রতিবেশী দেশ । পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এপর্যন্ত ১৯ জনের মৃত্যুও হয়েছে । আহত হয় অন্তত ৩০০ আন্দোলনকারী । এই অবস্থায় নেপালের কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী-সহ মোট নয় জন ইতিমধ্যেই পদত্যাগ করছেন । এমতাবস্থায় চরম সতর্ক ভারত সরকার ৷ ইতিমধ্যেই ভারত-নেপাল সীমান্তে জারি করা হয় হাই-অ্যালার্ট ৷ শুরু হয়েছে নাকা তল্লাশি ৷

নেপালের আন্দোলনের আঁচ যেন সীমান্তবর্তী রাজ্যগুলিতে না-পড়ে তার জন্য সতর্ক ভারত সরকার ৷ থমথমে পরিবেশ ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে । কোনওভাবেই নেপালের আন্দোলনের জের এদেশে ছড়িয়ে না-পড়ে, সে জন্য একাধিক ব্যাবস্থার উপর জোর দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার । নেপালের সঙ্গে ভারতের প্রায় ১ ,৭৫১ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত রয়েছে ভারতের পাঁচটি রাজ্য উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ । নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পাঁচ রাজ্যেই সীমান্তে জোর তৎপরতা বেড়েছে । নেপাল যে যুবদের আন্দোলনে জ্বলছে, তা সীমান্ত থেকেই স্পষ্ট । নেপালের বিরতামোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন আন্দোলনকারীরা। সেখানেও মৃত্যু হয়েছে দু’জনের । যে কারণে কোনরকম ঝুঁকি না-নিয়ে সীমান্তে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে । ভারত-নেপাল সীমান্তে বাড়ানো হয়েছে জোর নিরাপত্তা । মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী । প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করাও হয়েছে হাই-অ্যালার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *