ছুটির মেজাজে দার্জিলিং, বড়দিনের উৎসবে মেতে উঠলো পাহাড় বাসি
নিজস্ব সংবাদদাতা : ছুটির মেজাজে দার্জিলিং, বড়দিনের উৎসবে মেতে উঠেছে পাহাড়। এদিন সকাল থেকেই দার্জিলিঙে ছিল ছুটির মেজাজ। পাহাড়ে বড়দিনের উৎসবে এদিন মেতে উঠলো আপামর পাহাড় বাসি। গোটা দার্জিলিং শহর এদিন ছিল পুরোপুরি উৎসবমুখর। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যায়। গরম জামা কাপড় পরে মানুষ পুরো দার্জিলিং শহর ঘুরে বেড়ায়। এদিন পর্যটকদের ঢল নামে শৈল শহর দার্জিলিংয়ে। বাদ যায়নি বিদেশি পর্যটকরাও। শৈলশহরের সৌন্দর্য উপভোগ করেন বিদেশি পর্যটকেরা।


