জুনিয়র ক্রিকেটারদের উৎসাহ দিতে অবশেষে শিলিগুড়িতে শুরু হল ক্রিকেট কোচিং ক্যাম্প
শিলিগুড়ি : শিলিগুড়িতে প্রচুর জুনিয়র ক্রিকেটার আছে , প্রতিভা আছে কিন্তু তারা প্র্যাকটিস পান না। তাই অচিরেই বিনাশ হয়ে যাচ্ছে তাদের ক্রিকেট প্রতিভার। শিলিগুড়ি মহকুমা ক্রিয়া পরিষদ দ্বারা পরিচালিত শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে অবশেষে শুরু হলো জুনিয়রদের জন্য ক্রিকেট কোচিং ক্যাম্প। এই ক্যাম্পে শিলিগুড়ির প্রায় ২৩০ জন জুনিয়র ক্রিকেটার কোচিং নেবে। আনা হবে বাংলা এবং শিলিগুড়ির বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারদের, এ কথা জানান শিলিগুড়ি, মহাকুমা ক্রীড়া পরিষদ ।
তাদের পক্ষ থেকে আরও জানানো হয় এবং এই কোচিং ক্যাম্পে ক্রিকেটারদের মানে জুনিয়র ক্রিকেটারদের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং শেখাবেন প্রাক্তন বাংলা ক্রিকেটারেরা। শিলিগুড়ি থেকে এসেছেন ঋদ্ধিমান সাহা রিচা ঘোষ এর মত ক্রিকেটার তাই শিলিগুড়ি আগামী দিনে বাংলাকে আরো ক্রিকেটার উপহার দেবে না এ কথা কেউ বলতে পারবে না, এমনটাই জানালেন প্রাক্তন ক্রিকেটার অজিত সেনগুপ্ত, তিনি আরো জানান ক্রিকেট এখন শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় খেলা, বাবা মার চান তাদের ছেলে মেয়েরা ঋদ্ধিমান সাহা অথবা রিচা ঘোষ হয়ে উঠুক।