জেলায় আর মৃত্যু নয় প্রাণবায়ুর অভাবে, নদিয়ায় তৈরি হচ্ছে ৪ টি অক্সিজেন প্লান্ট
বেস্ট কলকাতা নিউজ : একদিকে অক্সিজেনের অভাব, অন্যদিকে চিকিৎসার বেডের অভাব করোনা আক্রান্তদের জন্য৷ জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ২০০ শয্যার কোভিড ইউনিট তৈরি হচ্ছে এই দুই সমস্যার সমাধান করতে ৷ এছাড়া অক্সিজেনের প্লান্ট তৈরি করা হচ্ছে কল্যাণী মেডিক্যাল কলেজসহ চারটি জায়গায়।
এই পদক্ষেপ রোগীর আত্মীয়দের হয়রানি কমাতেই৷ হাসপাতাল সূত্র থেকে জানা গেছে এই কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে বসতে চলেছে মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি করতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন দুটি প্লান্ট৷ প্লান্ট তৈরির জন্য প্রয়োজন ১৩ ফুট উচ্চতার সঙ্গে কুড়ি ফুট চওড়া এবং ২৭ ফুট লম্বা একটি ঘর যার মধ্যে থাকবে পর্যাপ্ত আলো আসা যাওয়ার অন্তত আটটি জানালা।
এছাড়াও জেলায় তৈরি হচ্ছে আরও তিনটি প্লান্ট৷ একসঙ্গে মিনিটে ১০০০ লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব হবে কৃষ্ণনগরে প্লান্ট থেকে এবং তেহট্টো তে ৫০০ লিটার ও কল্যাণীর এনএসএস হাসপাতালেও ৫০০ লিটার অক্সিজেন তৈরি করা যাবে ৷ ফলে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে সবাই আশাদাবী৷