টাকার জন্য গণবিবাহে একে অপরকে বিয়ে দুই ভাই-বোনের! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : টাকার জন্য রক্তের সম্পর্ক পর্যন্ত ভুলে গেল! এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে। টাকার জন্য গণবিবাহে অংশ নিয়ে একে অপরকে বিয়ে করেস ফেললেন দুই ভাই-বোন! সমাজের পিছিয়ে পড়া বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষের ক্ষেত্রে নববিবাহিত দম্পতি হলে সরকারি সুবিধা পাওয়া যায় সে রাজ্যে। সেই কারণেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গণবিবাহ প্রকল্পের আওতায় পাওয়া টাকার জন্য এক ব্যক্তি তাঁর বোনকে বিয়ে করেছেন। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তির এহেন আচরণ জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে এসডিএম ব্যবস্থা নেন এবং তদন্তের নির্দেশ দেন।

উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী গ্রুপ ম্যারেজ স্কিমের আওতায় সুবিধা পেতে এই ওই দুজন বিয়ে করে বলে অভিযোগ করা হয়েছিল। এই স্কিমের অধীনে, কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৫,০০০ টাকা জমা দেওয়া হয়। এছাড়াও দম্পতির প্রয়োজনে ১০ হাজার টাকা এবং বিয়ের খরচের জন্য ৬ হাজার টাকা জমা দেওয়া হয়। আরও জানা গিয়েছে, সিকান্দারউতে বসবাসকারী দুই বিবাহিত দম্পতি এই স্কিমের অধীনে পুনরায় বিয়ে করেছেন। এছাড়া ভাই-বোন হয়েও একে অপরকে বিয়ে করেছেন শুধুমাত্র ওই টাকার জন্য! এদিকে এসডিএম বেদ সিং চৌহান দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *