টায়ার-কুশপুতুল পুড়ল যাদবপুুরে, কলকাতার রাস্তায় রাস্তায় বনধের সমর্থনে নামলো বিশাল এক মিছিল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শ্রমকোডের বিরোধিতা-সহ আরও কয়েকটি দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে সারা ভারতজুড়ে পালিত হচ্ছে বনধ ৷ শ্রম আইনের বদলে চারটি শ্রম কোড প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার ৷ শ্রমিক সংগঠনের অভিযোগ, দ্রুত এই সমস্ত শ্রমিক বিরোধী লেবার কোড লাগু করার চেষ্টা করছে সরকার । এই কোড লাগু হলে শ্রমিকদের কাজের সময় বৃদ্ধি পাবে ৷ ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব হবে ।

এই প্রসঙ্গে এআইসিসিটিইউয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসু বলেন, “বিজেপি সরকারের নীতি শ্রমিক-স্বার্থ বিরোধী ৷ সেই সমস্ত দাবিকে সামনে রেখে 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সাম্প্রদায়িকতা থেকে শুরু করে যুদ্ধোন্মাদনারও বিরোধিতা করছি আমরা ৷”

যাদবপুরে ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল । কুশপুতুল এবং টায়ার থেকে অগ্নিকাণ্ড । যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে কুশপুতুল ও টায়ার জ্বালানোর সময় আগুন লেগে যায় । রাস্তার ধারে দোকানে আগুন ছড়ায় । আশেপাশের কেবলের তারেও আগুন লেগে যায় । অন্যদিকে, লেডি ডাফরিন হাসপাতালের সামনে থেকে বৌবাজার পর্যন্ত কাঁসর ঘণ্টা বাজিয়ে সারা ভারত ব্যাপী শ্রমিক বনধের সমর্থনে INTUC সেবাদলের বনধ সফল করার কর্মসূচির ডাক দেওয়া হয় । মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ INTUC সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে ।

ধর্মঘটের সমর্থনে এআইইউটিইউসি অফিস 77/2/1 লেনিন সরণী, অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল মৌলালি মোড় হয়ে ধর্মতলার উদ্দেশ্য রওনা দেয় । এই কর্মসূচিতে রাজ্য সম্পাদক অশোক দাস-সহ রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ৷ আজ AIUTUC নেতৃত্বে ধর্মঘটের মিছিলে হাজরা মোড়ে 1 মহিলা কর্মী-সহ 8 জনকে গ্রেফতার করে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *