টিকাকরণে ইচ্ছুক রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিও, সম্বতি রাজ্য স্বাস্থ্যভবনের
বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যের সরকারি হাসপাতালগুলি শুধু নয়, বেসরকারি হাসপাতালগুলিও ইচ্ছুক কোভিড টিকাকরণের বৃহত্তর কর্মসূচীতে যোগদান করতে। কলকাতা সহ জেলার প্রথম সারির বেসরকারি হাসপাতালের কর্তারাও বুধবার এই বিষয় বৈঠকও করেছেন স্বাস্থ্যভবনের অধিকর্তাদের সঙ্গে। সেখানে প্রস্তাব রাখা হয়েছে এমনকি নিজেদের হাসপাতালের কর্মীরা ছাড়াও যাতে সাধারণ মানুষজনকেও টিকা দেওয়া যায় সেই ব্যাপারেও।বেসরকারি হাসপাতালের কর্তারা প্রস্তাবও দিয়েছেন বাড়তি অর্থ ছাড়াই টিকাকরণের কেন্দ্র তৈরির জন্যও।খবর পাওয়া গেছে সেই আবেদনে স্বাস্থ্যভবনের সম্মতিও মিলেছে বলে।
রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে সব বেসরকারি হাসপাতালগুলি টিকাকরণ কেন্দ্র তৈরিতে আগ্রহী লিখিতভাবে আবেদন করতে হবে তাদেরকে। ছাড়পত্র দেওয়া হবে এমনকি টিকা দেওয়ার কী পরিকাঠামো আছে সেই বিষয় সুনিশ্চিত হয়েই। যে হাসপাতালগুলিতে টিকাকরণের কেন্দ্র তৈরি হবে রাজ্য সরকার সেখানে পাঠাবে কোভিশিল্ড টিকার ডোজ। প্রথমে স্বাস্থ্যকর্মী ও পরে সাধারণ মানুষকেও হাসপাতালগুলি টিকা দিতে পারবে।