রাত থেকেই বৃষ্টি শিলিগুড়িতে বর্ষার সূচনা কি এখন থেকেই? উঠছে প্রশ্ন
শিলিগুড়ি : বৃষ্টি নামল শিলিগুড়িতে। বৃষ্টির সাথে বাজ পড়ার শব্দ পেয়েও গিয়েছেন শিলিগুড়ির মানুষ। গতকাল বিকেল থেকেই শুরু হয়ে যায় ঝিড়ঝিড়ে বৃষ্টি সাথে ছিল দমকা হাওয়া। সন্ধ্যায় বৃষ্টির বেগ কম থাকলেও রাত বাড়ার সাথে সাথে বেড়ে যায় বৃষ্টির গতি। সাথে ছিল বজ্রপাত। রাতে দমকা হাওয়ায় গাছ পড়ে যাবারও খবর পাওয়া গেছে, তবে কোন ক্ষয়ক্ষতি হয় নি। বৃষ্টির সাথে সাথে হাওয়ায় অনেকটাই হতচকিত হয়ে যান পথচলতি মানুষের। বন্ধ হয়ে যায় কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে চলা শিলিগুড়ি ক্রিকেট প্রিমিয়ার লীগ। হঠাৎ করে বৃষ্টির কারনে আটকে পড়েন অনেকেই। আবার আজ সকাল থেকেই নামে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সাতদিন হালকা থেকে মাঝাড়ি বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি শহরে।