ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ি থেকে গ্রেফতার হল আরও তিনজন, এরমধ্যে আছেন একজন প্রাথমিক শিক্ষকও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ক্রমেই বাড়ছে ট্যাব দুর্নীতিতে ধৃতের সংখ্যা। সোমবার সকালে শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল তিন। এদিন সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস (২৮) নামের এক প্রাথমিক শিক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গোপাল রায় (২৮), বিশাল ঢালি (২৩) নামে আরও দু’জনকে।

এদিন সকালে শিলিগুড়ি শহরের সেবক রোডে অবস্থিত কসমস শপিং মলের সামনে গ্রেপ্তার করা হয় দিবাকর দাস (২৮) নামে এক প্রাথমিক শিক্ষককে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয় গোপাল রায় (২৮), বিশাল ঢালি (২৩)। ধৃতদের মধ্যে দিবাকর দাসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। বাকি দু’জনের বাড়ি দার্জিলিংয়ে। তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশ প্রথমে নিয়ে আসে ভক্তিনগর থানায়। তারপর নিয়ে যাওয়া হয় কলকাতার উদ্দেশে। অন্যদিকে, রবিবার দিনহাটার প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকে (৩০) গ্রেপ্তার করেছিল মালদা পুলিশ।

উল্লেখ্য, ট্যাব কেলেঙ্কারির শিকার ১৯১১ জন পড়ুয়া। দুর্নীতির শিকড় খুঁজতে ইতিমধ্যেই কলকাতা পুলিশ সিট গঠন করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করতেই একের পর এক নাম সামনে উঠে এসেছে। এদিন শিলিগুড়ি থেকে প্রাথমিক স্কুলের এক শিক্ষক-সহ ধরা পড়েছেন ৩ জন। শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *