ট্রাফিক সমস্যা নিয়ে চিন্তায় মেয়র , চালু করতে পারেন কিছু নতুন নিয়ম
শিলিগুড়ি : যত দিন যাচ্ছে শিলিগুড়িতে বেড়েই চলেছে ট্রাফিক সমস্যা। শিলিগুড়িতে সারা দিনে প্রায় তিন লক্ষ লোক আসা যাওয়া করেন এবং প্রায় দুই লক্ষ লোক কাজের সুত্রে শিলিগুড়িতে এসে দুই/তিনদিন থাকেন। তাই এই শহরে স্বাভাবিক ট্রাফিক সমস্যা হওয়া। তবে মেয়র জানিয়েছেন এটা যদি আমরা এখনই কোন পদক্ষেপ না নিই অচিরে এই সমস্যা বিশাল আকার ধারন করবে। কারন জনসংখ্যা অনুপাতে শিলিগুড়িতে বড় রাস্তা বেশী নেই, কাজেই না জেনে এখানে ওখানে মানুষ গাড়ি রেখে চলে যান। আর তার ফলেই শুরু হয় সমস্যা। মেয়র জানান আমাদের শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখতে হবে, তাই সবার আগে দরকার ট্রাফিক সমস্যা ঠিক করা। তবেই শিলিগুড়ির মানুষ একটা সুস্থ জীবন পালন করতে পারবেন। শিলিগুড়ির মুখ্য রাস্তায় অবিলম্বে দরকার গাড়ি রাখবার নির্দেশিকা। তাহলেই অনেকটা ঠিক হবে ট্রাফিক সমস্যা। যদি সারারাত কেউ গাড়ি রেখে যান তবে তাকে আলাদাভাবে চার্জ দিতে হবে। শিলিগুড়ির বিভিন্ন শপিং মলের বাইরে দাড়িয়ে থাকে দুচাকা এবং চারচাকার গাড়ি। সেটা এত বেড়ে যায় আর পরে রাখবার জায়গা পাওয়া যায় না। বিভিন্ন এলাকায় গাড়ি পার্ক করবার ব্যাবস্থা করতে হবে বলে জানান তিনি। ছোট শহরের মধ্যে এত গাড়ি রাখলে তো যানযট হবেই তবে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। যাতে এই সমস্যা আরো জটিল হয়ে না দাড়ায়।